গ্রাফিক্স ডিজাইনের জন্য ভাল কম্পিউটার কনফিগারেশন কি? ল্যাপটপ না ডেক্সটপ?

 

good-computer-for-graphics-design

বর্তমানে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করেন বা করতে চান তাদের একটি কমন প্রশ্ন হচ্ছে –

“গ্রাফিক্স ডিজাইনের জন্য ভাল কম্পিউটার কনফিগারেশন কি? ল্যাপটপ না ডেক্সটপ?”

গ্রাফিক ডিজাইন করতে গেলে বেস্ট হচ্ছে Apple MacBook, MacBook Pro, iMac ব্যবহার করা। যেহেতু অনেকেই উচ্চ বাজেটের জন্য Mac কিনতে আগ্রহী হন না তাই আপনি নিচের কনফিগারেশনের Windows কম্পিউটার কিনতে পারেন।

Configuration:

  1. MotherBoard: Gigabyte
  2. Processor: Intel core i5 / Intel core i7
  3. Ram: Minimum 8GB for better performance
  4. SSD Hard Disk at lest 128GB
  5. Monitor: Dell/HP/Asus
  6. Keyboard: A4 Tech
  7. Mouce: a47tech

 

ডিটেইলস:
মাদারবোর্ড: অনেক কোম্পানির মাদারবোর্ড রয়েছে তবে এর মধ্যে গিগাবাইট এর মাদারবোর্ড অপেক্ষাকৃত ভাল। গিগাবাইটের ২৫০০ টাকা থেকে ৫০০০০ টাকার মাদারবোর্ড রয়েছে মাদারবোর্ডগুলো দেখে নিন এখানে https://www.startech.com.bd/component/motherboard তবে আপনি যেহেতু 2D গ্রাফিক্স এর কাজ করবেন, তাই সাধারণত ৭০০০ থেকে ১৫০০০ এর মাদারবোর্ড নিতে পারেন 3D গ্রাফিক্স এনিমেশনের কাজ করলে আরো দামী মাদারবোর্ড নিতে পারেন।

প্রসেসর: সাধারনত বাংলাদেশে মানুষজন Intel অথবা AMD প্রসেসর ব্যাবহার করে। এর মধ্যে Intel ভাল, আপনি  Intel core i5 / Intel core i7 প্রসেসর ব্যাবহার ভাল হবে। প্রসেসর কেনার ক্ষেত্রে Processor Generation & GHz দেখে নিবেন। যখন পিসি কিনবেন তখনকার সময়ের Generation বা তার কাছাকাছি জেনারেশন এর প্রসেসর কিনবেন। যেমন বর্তমানে ৯th Generation এর প্রসেসর পাওয়া যায়।

র‌্যাম: বাজারে অনেক কোম্পানির র‌্যাম পাওয়া যায় আপনি Twinmos / Apacer / A Data কোম্পানির DDR4 ভারসনের ৮ জিবি র‌্যাম নিতে পারেন। রেম ডিটেইলস এই লিংকে দেখুন https://www.startech.com.bd/component/ram

হার্ডডিস্ক:  1TB Harddisk নিতে পারেন। আপনি হার্ডডিস্ক যতই নেন না কেন C ড্রাইভের জন্য মিনিমাম ১২০/১২৮ GB SSD হার্ডডিস্ক নিবেন, কম্পিউটার কয়েক গুন বেশী ফাস্টার/দ্রতগতী হবে। https://www.startech.com.bd/component/hard-disk-drive

মনিটর: মনিটর 22″ হলে ভাল হবে। Asus/Dell/HP/  ব্রান্ড মনিটর নিলে ভাল হবে। বর্তমানের বেশিরভাগ গ্রাফিক্স ডিজাইনাররা Asus VZ229HE 21.5 Inch IPS Borderless Slim Monitor https://ryanscomputers.com/asus-vz229he-21-5-inch-ips-borderless-slim-monitor-1xhdmi-1xvga-hdmi-cable-not-included.html   ব্যবহার করে। এটি ১১,৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। অথবা  আপনি Dell E2316H 23 https://ryanscomputers.com/monitor/all-monitors/dell-e2316h-23-inch-full-hd-tn-panel-wled-backlight-monitor-dp-vga-wall.html HP 22fw https://ryanscomputers.com/hp-22fw-ips-anti-glare-full-hd-21-5-inch-monitor-1xvga-1xhdmi-port-white-backside-3ks60aa.html  মনিটর ব্যবহার করতে পারেন।

কিবোর্ড/মাউস: লংটাইম ব্যাবহারের জন্য A4 Tech কিবোর্ড মাউস ভাল হবে।

 

প্রাইস কোটেশন:

এখন আমরা দেখি উপরের যে কনফিগারেশন দিলাম এটির এভারেজ দাম কেমন –

1. Gigabyte H310M S2 DDR4 8th Gen Intel LGA1151 Socket Mainboard – 6,300 BDT
2. Intel Kaby Lake Core i5 7400 3.00-3.50GHz 6MB Cache LGA1151 7th Gen.Processor – 16,000 BDT
3. A-DATA 8GB DDR4 2400 BUS Desktop RAM – 4100 BDT
4. Hard Disk –
4.1 Toshiba DT01ACA100 1TB SATA 7200RPM 3.5 Inch HDD –  3,600 BDT
4.2 Transcend 120GB 2.5 Inch SATAIII SSD – 2300 BDT
5.  Monitor –  Asus VZ229HE 21.5 Inch IPS Borderless Slim – 11,300 BDT
7. Keyboard: A4 Tech – 480 BDT
8. Mouce: a47tech – 250 BDT
9. Casing – 2000

Total Price –  6300 + 16000 + 4100 + 3600+ 2300 + 11300 + 480 + 250 + 2000 = 46,330

এটি হবে খুবই স্পিডি ডেক্সটপ।

ল্যাপটপ না ডেক্সটপ: অনেকেই বলেন গ্রাফিক্স ডিজাইনের জন্য ডেক্সটপ ভাল, আসলে এমন কোন কথা নেই যে ডেক্সটপ গ্রাফিক্স ডিজাইনের ভাল লেপটপ ভাল না। আমার আসলে কম বাজেটের মধ্যে অনেক ভাল ডেক্সটপ কনফিগারেশন পেয়ে যাই তাই বলে থাকি ডেক্সটপ ভাল। যেমন একটি ভাল মানের ডেক্সটপ ৪০-৫০ হাজার দিয়ে নেয়া সম্ভব কিন্তু আমি যদি সেমই কনফিগারেশন ল্যাপটপ কিনতে চাই তাহলে ১ লাখের কাছাকাছি খরচ হবে, তাই আমরা এই মানের ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনি এর বলি গ্রাফিক্স ডিজাইনের জন্য ডেক্সটপই ভাল।

আসলে দুটোরই অনেক পজিটিভ নেগেটিভ বিষয় আছে। তবে আমার মতে গ্রাফিক্স ডিজাইনে স্পিডে কাজ করতে চাইলে ৬০ হাজার ৮০ হাজার বা এক লাখের মধ্যে লেপটপ কেনেন বাজেট ৫০ হাজারের নিচে হলে ডেক্সটপ কেনেন। আপনি এই ডেস্কটপ দিয়ে ১ লাখ টাকার ল্যাপটপ এর স্পিড পাবেন। অনেক ফ্রিল্যান্স গ্রফিক্স ডিজাইনাররা MacBook Pro ব্যাবহার করেন, এটিও কিন্তু একটি ল্যাপটপ যা জেনারেল ডেস্কটপ থেকে বেশি ভাল পারফরম্যান্স দেয়। তার মানে আসল বিষয় হচ্ছে কনফিগারেশন।

মিনিমাম কি কনফিগারেশন হলে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করা যায়: Core i 3 Processor + 4GB Ram + 500GB Hard Disk + 14 inch monior পিসি দিয়েই আপনি শুরু করতে পারবেন কিন্তু বেশি স্পিড চাইলে আপনি উপরের কনফিগারেশন পিসি ব্যাবহার করতে পারেন। মূলত যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, ওয়েব টেমপ্লেট, মোবাইল UI নিয়ে কািজ করেন তাদের দ্রুতগতিতে কাজ করারা প্রয়োজন হয় এবং তারা উপরের ভাল কনফিগারেশন পিসি ব্যাবহার করেন।

No comments

Powered by Blogger.