টপট্যালে যে ক্যটাগরির ফ্রিল্যান্সাররা কাজ পান

 

টপট্যালে যে ক্যটাগরির ফ্রিল্যান্সাররা কাজ পান

টপট্যাল  প্রধানত ৫টি ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে – ডিজাইন, ডেভেলপমেন্ট, ফিন্যান্স, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট। টপট্যালে ডিজাইনারদের বিভিন্ন সাব-ক্যাটাগরির মধ্যে রয়েছেন প্রোডাক্ট ডিজাইনার, ইউ-এক্স ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, এবং ওয়েব ডিজাইনার ইত্যাদি, যাদের স্ব-স্ব ক্ষেত্রে রয়েছে ব্যাপক দক্ষতা এবং দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা। ডেভেলপেরদের মধ্যে রয়েছেন ব্যাক-এন্ড ডেভেলপার, ফ্রন্ট-এন্ড ডেভেলপার, ফুল-স্ট্যাক ডেভেলপার, ডাটা সাইনটিস্ট, এ আই ডেভেলুপার, এবং ডেভওপস ইত্যাদি , যাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-সহ সংশ্লিষ্ট সকল প্রযুক্তিতে বিশদ জ্ঞান এবং বেশ কিছু সফল প্রোজেক্টের বাস্তব উদাহরন (পোর্টফোলিও) থাকে। একইভাবে, ফিন্যান্স স্পেশালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, এবং প্রোজেক্ট ম্যানেজারদেরও সংশ্লিষ্ট বিষয়ে প্রভূত জ্ঞান (বিশেষ ক্ষেত্রে একাদিক সদস্য সম্বলিত প্রোফেশনাল টিম) এবং কয়েক বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকে।

No comments

Powered by Blogger.