পেওনার ডেবিট মাস্টারকার্ড

 

বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই মাস্টারকার্ড এর মাধ্যমে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এই কার্ড নিতে এককালীন খরচ পড়বে ২৯.৯৫ ডলার। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ৩.১৫ ডলার।

এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে, আপনি আপনার ক্লায়েন্ট এর কাছ থেকেও সরাসরি টাকা নিতে পারবেন।

পেওনিয়ার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায়। রেজিষ্ঠ্রেশন করা মাত্রই পেওনিয়ার আপনার ঠিকানায় এই মাস্টারকার্ডটি পাটিয়ে দিবে। তারপর আপনি যখন এই কার্ডে ক্লায়েন্টের কাছ থেকে বা  ফ্রিল্যান্সিং সাইট থেকে প্রথম টাকা লোড করবেন তখন ২৯.৯৫ ডলার কার্ড ফি কেটে নিবে। পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড এর ফি চার্টটি নিচে দেখে নিন।

Payoneer Mastercard Fees

 

পেওনিয়ার তার সার্ভিস পাইস কয়েক বছর পর পর আপডেট করে। আপডেটেড প্রাইস পাবেন এখানে https://www.payoneer.com/about/fees

পেওনিয়ার সাইট থেকে কিভাবে মাস্টারকার্ডটি পাওয়ার ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা করা হল –
১) এই পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ডের জন্য রেজিষ্ঠ্রেশন করতে হলে পেওনিয়ার সাইটে গিয়েsign-upবাটনে ক্লিক করুন।

 

Payoneer SignUp

 

২) Sign Up বাটনে ক্লিক করার পর একটি পপআপ বক্স আসবে, সেখান থেকে Prepaid MasterCard® Card রেডিও বাটনে ক্লিক করে Sign Up বাটনে ক্লিক করুন । তখন কার্ডটি অর্ডার করার জন্য চারটি ট্যাব Getting Started, Contact Details,  Security Details,  Almost Done দেখতে পাবনে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ক্লিক করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন। অনেক সময় এই পপআপ বক্স না আসলে নিচের স্টেপগুলো অনুসরন করুন –

 

payoneer sigসup

 

৩) Sign Up বাটনে ক্লিক করার নিচের মত দেখতে পেওনিয়ার সাইন আপ ফরম আসবে। এখানে আপনার নাম, ইমেইল এড্রেস, জন্মতারিখ দিয়ে Next বাটনে ক্লিক করুন।

 

Payoneer sign up form getting started

 

৪) তারপর Contact Details অপশন আসবে । এখানে দেশের নাম, আপনার টিকানা পোস্ট কোড এবং মোবাইল/ফোন নাম্বার দিয়ে Next বাটনে ক্লিক করুন।

 

Payoneer sign up form contact details

 

৫) তারপর Security Details অপশন আসবে । এখানে username এর জায়গায় আপনার ইমেইল, তারপর পেওনিয়ারে লগিন করার জন্য পাসওয়ার্ড এবং Security Question দিয়ে Next বাটনে ক্লিক করুন।

 

Payoneer sign up form security details

 

৬) তারপর Almost Done অপশন আসবে । এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং কার্ড এর তথ্য দিন। আপনি Contact Details এ যে টিকানা দিয়েছেন সেই ঠিকানায় কার্ডটি না এনে যদি ভিন্ন ঠিকানায় নিয়ে আসতে চান তবে Enter Alternative Shipping Address চেকবক্স এ ক্লিক করে সেই ঠিকানাটি নিয়ে দিন নয়ত এটি আনচেক অবস্থায় রাখুন তাহলে Contact Details এ যে টিকানা দিয়েছেন সেই ঠিকানায় কার্ডটি আসবে। তারপর নিচের টার্মস এন্ড এগ্রিমেন্ট চেকবক্স গুলোতে টিক চিহ্ন দিয়ে দিয়ে Order বাটনে ক্লিক করুন।

 

Payoneer sign up form almost done

 

Order বাটনে ক্লিক করলে আপনার পেওনিয়ার মাস্টারকার্ড রেজিষ্ঠ্রেশন কমপ্লিট হবে। তখন পেওনিয়ার থেকে আপনার ইমেইলে একটি মেইল যাবে যেখানে লিখা থাকবে “Your Payoneer account application has been received and is being reviewed” You will receive an e-mail confirmation within the next 3-5 business days, once your application has been reviewed. তারমানে পেওনিয়ার আপনার এপ্লিকেশনটি পেয়েছে এবং তারা রিভিউ করবে। তারপর তারা রিভিউ করে যদি দেখে অপনার সব তথ্য ঠিক আছে তখন Maximum ৫ দিনের মধ্যে আপনাকে আরেকটি মেইল করবে যাতে লিখা থাকবে –

Congratulations – your Payoneer account application has been approved!
Your Payoneer Prepaid Debit MasterCard® card has been shipped to you by: Regular Mail
Your card is estimated to arrive between 19 Feb 2016 and 26 Feb 2016

তার মানে হচ্ছে পেওনিয়ার আপনার ঠিকানায় between 19 Feb 2016 and 26 Feb 2016 তারিখের মধ্যে মাস্টারকার্ডটি পাঠিয়ে দিবে। তারপর কিছুদিন অপেক্ষা করুন এবং আপনার এলাকার ডাকপিওনকে বলে রাখুন যে আপনার একটি মাস্টারকার্ড আসবে এবং তার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। সে আপনাকে বাসায় আপনার কার্ডটি দিবে। কার্ডটি আপনার হাতে আসলে আপনার পেওনিয়ার একাউন্টে লগিন করে কার্ডটি Activate করুন।

অনেক সময় কার্ড আসতে বিলম্ব হয় বা মাঝে মধ্যে আসেই না। যদি এই তারিখের মধ্যে কার্ড না আসে তবে আরো ৭-১০ দিন অপেক্ষা করুন এবং আপনার এরিয়ার ডাকপিওন এর সাথে যোগাযোগ রাখুন তাও যদি কার্ড না আসে তবে পেওনিয়ার সাপোর্ট এ গিয়ে যোগাযোগ করুন। আপনার পেওনিয়ার একাউন্টে লগিন করার পর উপরের Help মেনু থেকে Support Center পাবেন, সেখানে গিয়ে পেওনিয়ার এর সাথে Message, Live Chat বা Phone এ যোগাযোগ করুন এবং তাদেরকে বলুন যে আপনার কার্ড এখনো আসেনি তখন তারা আরেকটি কার্ড আপনাকে পাঠিয়ে দিবে।

কার্ড বা পেমেন্টজনিত কোন সমস্যা হলেই আপনি সবসময় পেওনিয়ার Support Center এ যোগাযোগ করে এর সমাধান করতে পারবেন।

 

sign-up

 

No comments

Powered by Blogger.